chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সিলেট বিভাগে এক নারীর মৃত্যু: শনাক্ত ৩৪২

ksrm

জাতীয় ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে এক নারীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় বাকী বিভাগগুলোতে করোনায় মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৫৫ জনে।

তাছাড়া গত ২৪ ঘন্টায় সারাদেশে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৪২ জন। দেশে বর্তমানে মোট শনাক্ত রোগী ১৫ লাখ ৮২ হাজার ৭১০ জন।

আজ শুক্রবার (২৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগের দিন বৃহস্পতিবার জানানো হয়েছিল, ২৪ ঘণ্টায় ৩৮২ জনের করোনা শনাক্ত হয়।

শুক্রবার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৬ হাজার ৯৫৬ জন।

গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৮৫৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৬ হাজার ৯১৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ০২ শতাংশ।

এ পর্যন্ত মোট ১ কোটি ১৩ লাখ ৬২ হাজার ২৫৪টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৩ দশমিক ৯৩ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ; মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর
Loading...