chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কর্ণফুলী উপজেলার শিক্ষানুরাগী ও সমাজসেবক তাহের চেয়ারম্যানের ইন্তেকাল

কর্ণফুলীর বড়উঠান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. তাহের মিয়া (৭৬) মঙ্গলবার দুপুরে নগরীর নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ষাটের দশকে চট্টগ্রাম কলেজে স্নাতক অধ্যয়ন কালে বামপন্থী ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়নের মাধ্যমে বাম প্রগতিশীল রাজনীতির সক্রিয়া সদস্য হন।ছাত্ররাজনীতির পাঠ চুকিয়ে যোগদান করেন ন্যাশনাল আওয়ামী পার্টিতে(মোজাফ্ফর আহমদ)। ছিলেন ন্যাপ দক্ষিণ জেলা শাখার একজন দক্ষ সংগঠক।পরবর্তীতে বিশ্বব্যাপী কমিউনিস্ট রাজনীতির অধঃপতন ও ন্যাপের রাজনীতিতে ভাঙন ঘটলে মি.তাহের নব্বইয়ের দশকে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য চট্টল শার্দূল জননেতা আখতারুজ্জামান চৌধুরীর অনুপ্রেরণায় মুক্তিযুদ্ধের স্বপক্ষের সংগঠন আওয়ামী লীগে যোগদান করেন। নব্বইয়ের দশকের শেষান্তে সাবেক পশ্চিম পটিয়া আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মনোনীত হন। ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের বর্তমান নির্বাহী কমিটির উপদেষ্টামন্ডলীর সদস্য। ১৯৯৫ সালে তিনি বড়উঠান ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। জড়িত ছিলেন শিক্ষকতা পেশায়ও। বাকলিয়া উচ্চ বিদ্যালয়, মেরন সান স্কুল এন্ড কলেজ,আছিয়া মোতালেব রিজিয়া নাসরীন উচ্চ বিদ্যালয় সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন।শিক্ষকতা ও রাজনীতির পাশাপাশি সমাজসেবামূলক কাজ ও দ্বীনের খেদমতে তিনি নিয়োজিত ছিলেন।মৃত্যুর পূর্বে ছিলেন দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ফয়জুলবারী ফাজিল মাদরাসার গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য।

রাতে উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমিরপুরে গ্রামের বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।

এই বিভাগের আরও খবর