chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দেড় লাখ টাকা পাবে সুগন্ধায় মৃতদের পরিবার

ksrm

ডেস্ক নিউজ: ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে দেড় লাখ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে আহতদের চিকিৎসার সব ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

শুক্রবার দুপু‌রে অভিযান-১০ ল‌ঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ যাত্রীদের ব‌রিশাল শের-ই বাংলা মেডিকেল ক‌লেজ হাসপাতালে দেখ‌তে গিয়ে এসব কথা জানান তি‌নি।

নৌপ্রতিমন্ত্রী বলেন, আমাদের হিসাবমতে ঝালকাঠির সুগন্ধা নদীতে পুড়ে যাওয়া লঞ্চে ৩৫০ জনের মতো যাত্রী ছিল। এর বেশি থাকলে তদন্ত করে দেখা হবে। এছাড়া লঞ্চের ফিটনেস ঠিক ছিল বলে জানতে পেরেছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নৌ পরিবহন প্রতিমন্ত্রী আরও ব‌লেন, লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো রাজ‌নৈ‌তিক ষড়যন্ত্র আছে কিনা সেটা এখ‌নই বল‌তে পার‌ছি না।

‘লঞ্চের ব্যবসা কারা করে আপনারা সবাই জানেন। শেখ হাসিনার পরিবার লঞ্চের ব্যবসা করে না’ উল্লেখ করেন তিনি।

এর আগে, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিনগত রাত ৩টার দিকে ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে। এতে ৪০ জনের লাশ উদ্ধার করেছে। আহত হয়েছে আরও অনেকে।

নচ/চখ

এই বিভাগের আরও খবর
Loading...