chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

লঞ্চে আগুন: তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

ksrm

ডেস্ক নিউজ: ঝালকাঠিতে চলন্ত লঞ্চে অগ্নিকাণ্ডে ৩০ জনের মৃত্যুর ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। শুক্রবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে গণমাধ্যমকে এ তথ্য জানান জেলা প্রশাসক মো. জহোর আলী।

তিনি বলেন, ‘অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল আলমকে প্রধান করা হয়েছে। কমিটি লঞ্চ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিল করবেন। এ বিষয়ে পরে আরও বিস্তারিত জানানো হবে।

এর আগে, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিনগত রাত ৩টার দিকে ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে। এতে ৩০ জনের লাশ উদ্ধার করেছে। আহত হয়েছে আরও অনেকে।

আহতদের বে‌শিরভাগই ঝালকা‌ঠি হাসপাতাল থে‌কে প্রাথ‌মিক চি‌কিৎসা নিচ্ছেন। ভ‌র্তি রোগীদের ম‌ধ্যে সাত-আটটি শিশু র‌য়ে‌ছে স্থানীয় ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

নচ/চখ

এই বিভাগের আরও খবর
Loading...