chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনা আক্রান্ত মন্টিনিগ্রোর প্রেসিডেন্ট

ksrm

ডেস্ক নিউজ: আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে আসার পরে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মন্টিনিগ্রোর প্রেসিডেন্ট মিলো জুকানোভিচ। ওমিক্রনে আক্রান্ত হয়েছেন কিনা সন্দিহানে রয়েছেন তিনি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দেশটির প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট মিলো জুকানোভিচ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত হওয়ার পর তার শরীরে মৃদু উপসর্গ থাকলেও তিনি ভালো বোধ করছেন। তিনি সেলফ আইসোলেশনে থেকে তার দায়িত্ব পালন করবেন বলেও জানানো হয়েছে এতে।

উল্লেখ্য, মন্টিনিগ্রোতে মোট জনসংখ্যা ছয় লাখ ২০ হাজার। তাদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ ৬১ হাজার ৯৪৪ জন। দেশটিতে করোনায় মারা গেছেন দুই হাজার ৩৮৫ জন।

নচ/চখ

এই বিভাগের আরও খবর
Loading...