chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দোকানে দু মিনিটেই মিলছে জাতীয় পরিচয়পত্র, আটক প্রতারক

নিজস্ব প্রতিবেদক: মাত্র দুই মিনিটেই ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরির এক প্রতারক চক্রের সদস্যকে আটক করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যা ব)সদস্যরা।

গত বুধবার (২২ ডিসেম্বর) নগরীর ইপিজেড থানার দক্ষিণ হালিশহর থেকে তাকে আটক করা হয়।

আটক মো. রাকিব হোসেন (২৫) ভোলা জেলার সদর থানার কুঞ্জপট্টি এলাকায়। সে মো. বাবুল আক্তারের ছেলে।

র্যা ব জানায়, নগরীর দক্ষিণ হালিশহরে ‘সততা টেলিকম’ একটি প্রতিষ্ঠানে আটক রাকিব বিভিন্ন ব্যক্তির নামে ভুয়া জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ ও ইউনিয়ন পরিষদের নাগরিক সনদ দিয়ে প্রতারণার উদ্দেশ্য তথ্য সংরক্ষণ ও বহন করছে। এরপর র্যা বের একটি টিম ওই প্রতিষ্ঠানে অভিযান চালায়।অভিযানে ভুয়া জাতীয়পত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করে।

র্যা ব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম)ফ্লাইট লেফট্যানেন্ট নিয়াজ মোহাম্মদ চপল এর সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে অভিনব কৌশলে কম্পিউটারের মাধ্যমে প্রতারণা করে আসছিল। খবর পেয়ে র্যা ব তাকে আটক করেছে।

আরকে/নচ

এই বিভাগের আরও খবর