chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জেলা আদালতে বোমা বিস্ফোরণ, নিহত-২

ksrm

চট্টলা ডেস্ক: ভারতের পাঞ্জাব প্রদেশের লুধিয়ানা শহরের জেলা কমিশনারের দফতরের পাশে এক আদালতের অভ্যন্তরে বোমা বিস্ফোরণে অন্তত দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে এই বিস্ফোরণ ঘটে।

জানা যায়, আদালত ভবনের তিন তলায় এক টয়লেটে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে ভবনের বিভিন্ন কক্ষের কাঁচ ভেঙ্গে যায় এবং টয়লেটের দেয়াল ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং বিস্ফোরণের ঘটনায় প্রাদেশিক রাজধানী চণ্ডিপুর থেকে লুধিয়ানায় যাওয়ার ঘোষণা দিয়েছেন।

সাংবাদিকদের তিনি বলেন, দেশবিরোধী কিছু শক্তি প্রাদেশিক নির্বাচনকে বাধা দিতেই এই সন্ত্রাস চালিয়েছে। এই ঘটনার সাথে জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না।

এমকে/চখ

এই বিভাগের আরও খবর
Loading...