chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ঐশীর গানে সানি লিওন! 

ksrm

বিনোদন ডেস্ক: কথা ছিল বড় চমক নিয়ে সংগীতাঙ্গনে সাড়া ফেলবে টিএম রেকর্ডস। এ কথার প্রতিফলনই ঘটছে তাদের একের পর এক গান ও মিউজিক ভিডিওতে। বুধবার টিএম রেকর্ডস প্রকাশ করল তাপসের কথা, সুর ও সংগীতে এ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ঐশীর কণ্ঠে নতুন গান ‘দুষ্টু পোলাপাইন’-এর এক ঝলক। তাতেই মাতোয়ারা দর্শক-শ্রোতা।

সবচেয়ে বড় চমক, এগানে মডেল হয়েছেন বলিউডের আলোচিত-সমালোচিত নায়িকা সানি লিওন। গানের প্রোমো প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই লাখো দর্শক লুফে নিয়েছেন।

সংগীতশিল্পী হিসেবে ঐশীর কণ্ঠের শক্তি ও মাধুর্য নতুন রূপে হাজির করলেন তাপস। ঐশী বলেন, ‘সংগীতশিল্পী ঐশীকে প্রতিটি গানেই নতুন নতুন রূপে জন্ম দিচ্ছেন কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী। বরাবরের মতো বলতে চাই, তাদের কাছে আমি চির ঋণী। তারা আমার মতো তরুণ শিল্পীদের বড় বড় স্বপ্ন দেখতে শিখিয়েছেন, স্বপ্নগুলো বাস্তবায়নও করছেন।

এর আগে টিএম রেকর্ডসে আরফিন রুমির গাওয়া গানের টিজার অবমুক্ত করেন তারা। তাতে দেখা যায় বাংলোদেশের জনপ্রিয় অভিনেতা নিরব সঙ্গে জুটি বেঁধে ভারতের পশ্চিমবঙ্গের সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তীর।

জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর
Loading...