chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

তেল চুরি: চসিকের দুই কর্মচারী চাকরিচ্যুত

নিজস্ব প্রতিবেদক : জ্বালানি তেল চুরির অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) দুই কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব খালেদ মাহমুদ স্বাক্ষরিত দুটি পৃথক আদেশে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

চাকরিচ্যুত দুজন হলেন, করপোরেশনের পুল সহকারী রতন ঘোষ ও সাগরিকা ফিলিং স্টেশনের মোটর মেকানিক কাঞ্চন বসাক। দুজনই অস্থায়ী কর্মচারী হিসেবে করপোরেশনে কর্মরত ছিলেন।

খালেদ মাহমুদ স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, অবৈধভাবে জ্বালানি তেল সরবরাহসহ বিভিন্ন অপরাধে তাঁকে সিটি করপোরেশনের অস্থায়ী চাকরি থেকে পত্র জারির তারিখ থেকে অব্যাহতি প্রদান করা হলো। এতে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি রয়েছে।

প্রসঙ্গত, কিছুদিন আগে অভিযুক্ত দুজন টাকার বিনিময়ে অতিরিক্ত তেল সরবরাহ করছেন এমন একটি ভিডিও ফাঁস হয়। পরে খোঁজ নিয়ে দেখা যায়, তাঁরা দুজন চসিকের বিভিন্ন যানবাহনে জ্বালানি সরবরাহের সময় টাকার বিনিময়ে বরাদ্দের বেশি তেল সরবরাহ করেন। এরপর তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা দেন মেয়র। এর পরিপ্রেক্ষিতে তাঁদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এসএএস/জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর