chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

শুল্ক ফাঁকির চেষ্টায় সিগারেট স্ট্যাম্প জব্দ

নিজস্ব প্রতিবেদক: চীন থেকে এ ফোর সাইজ প্রিন্টিং পেপারের ভেতরে লুকিয়ে মিথ্যা ঘোষণায় আনা ১ কোটি ৬২ লাখ পিস সিগারেটের জাল স্ট্যাম্প জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তারা। এই চালানে ১২০ কোটি টাকা শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা করেছিল আমদানিকারক একটি প্রতিষ্ঠান।

বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মোহাম্মদ সালাউদ্দিন রিজভী।

কাস্টমস সূত্রে জানায়, নগরীর জুবিলী আমদানিকারক প্রতিষ্ঠান আরফাত এন্টারপ্রাইজ চীন থেকে এ ফোর সাইজের প্রিন্টিং পেপার ঘোষণায় এক কন্টেইনার পণ্য আমদানি করে। এরপর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টম হাউসে বিল অব অ্যান্ট্রি দাখিল করে। চালান আনার পর কন্টেইনার নামিয়ে বন্দরের অভ্যন্তরে নিয়ম অনুযায়ী পণ্য পরীক্ষা শুরু করে চট্টগ্রাম কাস্টম হাউস। পরীক্ষার এক পর্যায়ে লো মিডিয়াম সেগমেন্টের সিগারেট দেখতে পান।

উল্লেখ্য, এর আগে চলতি মাসের ১৪ ডিসেম্বর চীন থেকে আর্ট পেপারের ভেতরে লুকিয়ে মিথ্যা ঘোষণায় আনা ৩ কোটি ১৯ লাখ ৮০ হাজার পিস সিগারেটের জাল স্ট্যাম্প জব্দ করেছিলো চট্টগ্রাম কাস্টমস।

আরকে/এমকে/চখ

এই বিভাগের আরও খবর