chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সদরঘাটে হেলে পড়েছে ৪ তলা ভবন

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চলমান জলাবদ্ধতা নিরসন প্রকল্পের নালার খনন কাজের সময় দুই পাশে নিরাপত্তা বেষ্টনী না দেওয়ার একটি চার তলা ভবন হেলে পড়েছে

এসময় আশপাশের এককটি মন্দির ও ভবন ঝুঁকিপূর্ণ হহয়ে পড়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে ভবনটির ভাড়াটিয়ারা।

সোমবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টায় সদরঘাট থানার পার্বত ফকির পাড়ায় ভবন হেলে পড়ার খবর আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগ্রাবাদ স্টেশনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।

জানতে চাইলে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মকর্তা কফিল উদ্দির বলেন, ভবনটি হেলে পড়তে দেখে স্থানীয় এক বাসিন্দা আমাদের ফোন করেন। খবরের পেয়ে আমি একটি টিম নিয়ে ঘটনাস্থলে যাচ্ছি।

মো. মাহিন উদ্দিন নামে স্থানীয় এক ব্যক্তি ঘটনাস্থল থেকে বলেন, স্থানীয় স্বপন দাশের মালিকানাধীন চার তলা ভবনের পাশে সিডিএ দীর্ঘদিন ধরে নালা খননের কাজ করছে।

প্রায় ৩০ ফিট খনন করেছে কোন ধরনের নিরাপত্তা বেষ্ঠনি ছাড়া। এ কারণে ভবনটি হেলে পড়েছে পাশের ভবনে। এতে পাশের দুটি ভবনও ঝূঁকিপূর্ণ হয়ে পড়েছে।

আরকে/এসএএস/আর এস

এই বিভাগের আরও খবর