chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

“ন্যাশনাল বিডি-স্টিম প্রতিযোগিতা-২০২১”এ দ্বিতীয় স্থান অর্জন চুয়েটের

ksrm

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর “চুয়েট চেকমেট-১৯” নামের একটি দল বাংলাদেশ সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথেম্যাটিকস (STEM) ফাউন্ডেশনের আয়োজনে “ন্যাশনাল বিডি-স্টিম প্রতিযোগিতা-২০২১” এ সারাদেশের মধ্যে দ্বিতীয় রানার-আপ নির্বাচিত হয়েছে।

এ উপলক্ষ্যে আজ ২০ ডিসেম্বর (সোমবার), ২০২১ খ্রি. বিকাল ৩.০০ ঘটিকায় ভাইস চ্যান্সেলর কার্যালয়ে চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম মহোদয়ের সাথে বিজয়ী দলটি সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় দলের সুপারভাইজার ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে চুয়েট ভিসি বিজয় দলের সদস্যদের ও সুপারভাইজারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। একইসাথে ভবিষ্যতেও এ ধরনের সৃজনশীল প্রতিযোগিতার মাধ্যমে চুয়েটের ভাবমূর্তি ও সম্মানকে তুলে ধরার আহবান জানান।

 

এই বিভাগের আরও খবর
Loading...