chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পাহাড় কাটার দায়ে জরিমানা গুনল ১০ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক: নগরীর খুলশী থানার জিইসি এলাকায় পাহাড় কাটার দায়ে এরাবিয়ান করপোরেশন এক প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৯ডিসেম্বর) পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে শুনানি শেষে অভিযুক্ত প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নুরী এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নগরীর খুলশীতে ২০ হাজার ঘনফুট পাহাড় কাটার অভিযোগে প্রতিষ্ঠানটির দম্পতি হাজী নুরুল ইসলাম ও মোছাম্মৎ আমিনা বেগমকে শুনানির জন্য ডাকা হয়। শুনানি শেষে ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। আগামীকালের মধ্যে জরিমানা প্রদান করতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরকে/নচ

এই বিভাগের আরও খবর