chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

এইচএসসি পরীক্ষার দশম দিনে অনুপস্থিত ৯৩৮ শিক্ষার্থী

ksrm

নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের অধীন পাঁচ জেলায় এইচএসসি পরীক্ষায় ১১২ টি কেন্দ্রে ৯৩৮ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। অপরদিকে বিকেলে অনুষ্ঠিত পরীক্ষায় সমান সংখ্যাক কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ৬১২ জন শিক্ষার্থী।

রোববার (১৯ডিসেম্বর) দশম দিনে সকালে মানবিক বিভাগের পৌরণীতি ও সুশাসন প্রথম পত্র এবং বিকেলে অনুষ্ঠিত ব্যবসা শিক্ষা বিভাগের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা পরীক্ষা সম্পন্ন হয়।

সকালে অনুষ্ঠিত পরীক্ষায় ৪১ হাজার ২৪১ জন শিক্ষার্থীর মধ্যে ৪০ হাজার ৩০৩ জন পরীক্ষার্থী অংশ নেন। অনপস্থিতির হার ২ দশমিক ২৭ শতাংশ।

অপরদিকে বিকেল অনুষ্ঠিত পরীক্ষায় শিক্ষার্থী ছিলেন ৩৫ হাজার ৯৫৯ জন শিক্ষার্থী। এর মধ্যে উপস্থিত ছিলেন ৩৫ হাজার ৩৫৭ জন। অনুপস্থিতির হার ১ দশমিক ৭০ শতাংশ।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ চট্টলার খবরকে বলেন, সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশের মধ্যে দিয়ে সব পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।শিক্ষামন্ত্রণালয়ের নির্দেশনা মেনে অসমাপ্ত পরীক্ষাগুলো যথাসময়ে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, এবারের অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় ১ লাখ ১ হাজার ১০২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

আরকে/নচ

এই বিভাগের আরও খবর
Loading...