chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ওমিক্রন ছড়িয়েছে ৮৯ দেশে

চট্টলা ডেস্ক: বিশ্বের ৮৯টি দেশে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে। মাত্র দেড় থেকে তিন দিনে ওমিক্রন সংক্রমণের সংখ্যা দ্বিগুণ হয়ে যাচ্ছে উচ্চ মাত্রার ইমিউনিটি রয়েছে এমন স্থানে।

এ তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা বলছে, করোনার ডেলটা ভ্যারিয়েন্টের চেয়ে কয়েক গুণ দ্রুত গতিতে ছড়াচ্ছে ভাইরাসটির নতুন ধরন।

ভাইরাসের প্রতিরোধ ক্ষমতা এড়ানোর কারণে বর্ধিত সংক্রমণযোগ্যতা কিংবা উভয়ের সংমিশ্রণের কারণে এমনটা হচ্ছে কি না, তা এখনো অস্পষ্ট বলে সংস্থাটি জানায়।

চলতি বছরের গত ২৬ নভেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওমিক্রনকে করোনার একটি উদ্বেগজনক ধরন হিসেবে আখ্যায়িত করেছিল।

এমকে/চখ

এই বিভাগের আরও খবর