chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফাইজার বুস্টার ডোজ নিলেন পাঁচ আইন প্রণেতা

চট্টলার খবর: পররাষ্ট্রমন্ত্রী কে এম আব্দুল মোমেনসহ করোনার বুস্টার ডোজ গ্রহন করেছেন সংসদীয় পাঁচ আইন প্রণেতা।

বুস্টার ডোজ প্রদানের ১ম দিনে রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে মহাখালীর বিসিপিএস প্রতিষ্ঠানে এ টিকা গ্রহন করেন তারা।

প্রথম বুস্টার ডোজ দেয়া হয় প্রথম করোনার টিকা গ্রহণকারী নার্স রুনু ভেরোনিকা কস্তাকে। এরপর পররাষ্ট্রমন্ত্রী কে এম আব্দুল মোমেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, আইনমন্ত্রী আনিসুল হক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এই বুস্টার ডোজ গ্রহণ করেন।

এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খোরশেদ আলম বুস্টার নেন।

ফ্রন্টলাইনার হিসেবে বুস্টার ডোজ নিয়েছেন পুলিশের এক সদস্য, একজন সাংবাদিক ও একজন ডাক্তার।

এমকে/চখ

এই বিভাগের আরও খবর