chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পাকিস্তানি ক্রিকেটারের কাছ থেকে শিক্ষা নেবেন সাসেক্স কোচ

ক্রীড়া ডেস্ক: মোহাম্মদ রিজওয়ানের চলতি বছরটা যেন কেটেছে স্বপ্নের মতো। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে এক পঞ্জিকাবর্ষে ছুঁয়েছেন এক হাজার রানের মাইলফলক। এমন এক বছর কাটানোর পর এবার ক্যারিয়ারের নতুনত্ব যোগ করেছেন পাকিস্তানি এই ব্যাটার। যোগ দিয়েছেন ইংলিশ কাউন্টি দল সাসেক্সে

তবে তার আগে যা করেছেন তা যে সবার নজর কেড়েছে তা বলাই বাহুল্য। সেটা নজরে এড়ায়নি দলটির কোচিং দলের সদস্য সারাহ টেলরেরও। এতটাই নজর কেড়েছে যে, ইংলিশ এই খেলোয়াড়ের তার কাছ থেকে শেখার জন্য মুখিয়েই আছেন। সম্প্রতি এক টুইটে বিষয়টি জানিয়েছেন তিনি।

সাসেক্সের সঙ্গে চুক্তি অনুযায়ী রিজওয়ান আগামী এপ্রিল থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত সাসেক্সের হয়ে খেলবেন। এর আগে অস্ট্রেলিয়া দল পাকিস্তান সফরে যাবে। সেটা শেষ করেই ইংলিশ মুল্লুকে উড়াল দেবেন তিনি।

রিজওয়ানের সাসেক্সের হয়ে চুক্তি সাক্ষরেই রোমাঞ্চিত সারাহ। তবে পাকিস্তানি ব্যাটারের সঙ্গে কাজ করতে তাকে অপেক্ষা করতে হবে আগামী বছর এপ্রিল পর্যন্ত। কাউন্টি চ্যাম্পিয়নশিপ আর টি-টোয়েন্টি ব্লাস্ট, দুটো টুর্নামেন্টেই অবশ্য খেলতে পারবেন রিজওয়ান, তাই তার সঙ্গে কাজ করার জন্য বড় সময়ই পাচ্ছেন সারাহ।

সারাহ তার টুইটে রিজওয়ানকে উল্লেখ করেছেন। সেখানে তিনি বলেন, ‘রিজওয়ান থেকে শিখতে তর সইছে না আমার! দুর্দান্ত একজনকে দলে ভিড়িয়েছি আমরা।’

তিনি মূলত তার দল সাসেক্সের রিজওয়ানের সঙ্গে চুক্তির ঘোষণা দেওয়া টুইটকেই রিটুইট করেছিলেন। সাসেক্স দলের সে টুইটে বলা হয়, ‘সাসেক্স ক্রিকেট রোমাঞ্চিত হয়ে পাকিস্তানি উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে দলে ভেড়ানোর ঘোষণা দিচ্ছে। সাসেক্স ক্রিকেটে স্বাগতম রিজওয়ান।’

সাসেক্সে সবকিছু ঠিকঠাক থাকলে তার ওপেনিং সঙ্গী হবেন ইংলিশ ব্যাটার লুক রাইট। সেই টুইটে ছিল তার উপস্থিতিও। তিনি সেখানে মন্তব্য করেছেন, ‘স্বাগতম রিজওয়ান। তোমাকে ক্লাবের সঙ্গে পরিচয় করিয়ে দিতে তর সইছে না আমার।’

জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর