chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সমুদ্রে আটক ৮ মাঝিমাল্লা-বিপুল ইয়াবা উদ্ধার

বিভাগীয় সংবাদ : কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্রে অভিযান চালিয়ে ১ লাখ ৩৪ হাজার ৮শ পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় ট্রলারে থাকা ৮ মাঝিমাল্লাকে আটক করা হয়।

শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ ডিসেম্বর সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় বিসিজি স্টেশন সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লে. সাকিব মেহেবুব এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন রাতে একটি বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যগণ বোটটিকে থামার জন্য সংকেত দেয়।

বোটটি কোস্ট গার্ড এর উপস্থিতি টের পেয়ে দ্রুত দিক পরিবর্তন করে পালিয়ে যেতে শুরু করলে কোস্টগার্ড সদস্যগণ বোটটিকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যগণ বোটটিতে তল্লাশি চালিয়ে ১ লক্ষ ৩৪ হাজার ৮শ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৮ জন ব্যক্তিকে আটক করে।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের এই কর্মমকর্তা।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর