chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হাটহাজারীতে প্রতিপক্ষের হামলায় একজনের মৃত্যু

ksrm

চট্টলা ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারীতে প্রতিপক্ষের হামলায় হোসেন এলাহী (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় মোমেন এলাহী (৩৮) অপর একজন গুরুতর আহত হয়েছেন। নিহত ও আহত দুইজনই সহোদর বলে জানা  গেছে।

গতকাল শুক্রবার (১৭ ডিসেম্বর) উপজেলার ৩ নং মির্জাপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কালা বাদশাহ পাড়ায় এ ঘটনা ঘটে। সহোদর দুইজন ওই এলাকার লাতু মিস্ত্রির ছেলে।

আহত মোমেন এলাহীর স্ত্রী জানান, এলাকায় একটি চায়ের দোকানে তার স্বামী মোমেন এলাহী ও ভাসুর হোসেন এলাহী বসে চা খাচ্ছিলেন। এসময় অজ্ঞাত কয়েকজন  এসে তাদের উপর অর্তকিতভাবে হামলা চালিয়ে মারাত্বক আহত করে। রক্তাক্ত হয়ে দুই ভাই মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে উপস্থিত লোকজন তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের আঘাত গুরুতর হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে রাত সাড়ে ১০ টায় হোসেন এলাহী মারা যান।

নিহতের মেজ ভাই মুহসিন জানান, স্থানীয় মাদ্রাসার আর্থিক বিষয় সংক্রান্ত দ্বন্দ্বের জের ধরে তার ভাইকে খুন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তারেকুল মজিদ বলেন, আহত দুই ব্যক্তির সংকটাপন্ন হওয়ায় তাদের চমেক পাঠিয়ে দেয়া হয়েছে। তাদের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

হাটহাহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, প্রতিপক্ষের হামলায় হোসেন এলাহী নামে এক ব্যক্তির নিহতের খবর পেয়েছি। অভিযোগ পেলে অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাবে।

জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর
Loading...