chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভারতে ওমিক্রনে সেঞ্চুরি, উদ্বিগ্ন কেন্দ্র

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মোট ১১টি রাজ্যে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন আক্রান্তের খবর মিলেছে বলে শুক্রবার (১৭ ডিসেম্বর) জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রালয়ের যুগ্ম সচিব লভ আগারওয়াল।

গত ২ ডিসেম্বর প্রথম এ ধরন শনাক্তের পর মাত্র ১৫ দিনেই দেশটিতে ওমিক্রন আক্রান্ত রোগীর সংখ্যা এখন সেঞ্চুরি পার করে ১০১ এ দাড়িয়েছে। তবে এখনও কারো মৃত্যু হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে বলছে, করোনার নতুন ধরনটি এখন পর্যন্ত ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হানা দিয়েছে।

দিল্লিতে আজ নতুন করে আরও ১২ জন ওমিক্রন আক্রান্ত হয়েছেন। আর সব থেকে বেশি ওমিক্রন আক্রান্তের সন্ধান মিলেছে মহারাষ্ট্রে। সেখানে শনাক্তের সংখ্যা ৩২।

এছাড়াও কর্নাটক, গুজরাট, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ রাজ্যেও হানা দিয়েছে ওমিক্রন। কর্নাটকে আক্রান্তের সংখ্যা ১৭।

এদিকে ওমিক্রন ডেল্টার থেকেও বেশি সংক্রামক হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে ইউরোপের একাধিক দেশ। সবশেষ ব্রিটেনে ওমিক্রনে প্রথম মৃত্যুর খবর পাওয়া গেছে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর