chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

লিভার সিরোসিসে চবি শিক্ষার্থীর অকালমৃত্যু

ksrm

নিজস্ব প্রতিবেদক : লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে চিরবিদায় নিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আল ফারুক (হাছিব)। তিনি দীর্ঘ পাঁচ মাস ধরে জটিল এই রোগে ভুগছিলেন।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাত আনুমানিক দুইটার দিকে পটুয়াখালী জেলার রাঙাবালির নিজ বাড়িতে হাছিব শেষ নিঃশ্বাস ত্যাগ।

আরবি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শাযআত উল্লাহ ফারুকী বলেন, হাছিবের দুলাভাই শামীম আখন্দ শুক্রবার সকাল ৯টার দিকে ফোন দিয়ে জানান, হাছিব সপ্তাহ ধরে বেশি অসুস্থ ছিল। রাত ২টার দিকে পটুয়াখালি জেলার রাঙাবালি উপজেলায় সে ইন্তেকাল করেছেন।তিনি বলেন, হাছিবরা ৫ ভাইবোন। বড়ো বোনের পর সে দ্বিতীয়। তারা ২ভাই তিন বোন। মা-বাবা দুজনই বেঁচে আছেন। তার বাড়ি পটুয়াখালি জেলার রাঙাবালি উপজেলায়। আমরা তার জন্য দো‘আ করছি। মহান আল্লাহ যেন তার পরিবার, তার সহপাঠী, তার শিক্ষকবৃন্দসহ তার সকল আত্মীয়-স্বজনকে শোক সহ্য করা এবং “সবরে জামীল” অবলম্বন করার তাওফিক দেন। নিজ বাড়িতে পারিবারিক করস্থানে তাকে দাফন করা হয়েছে। হাছিবের অকালমৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারে ও নিজ বিভাগে নেমে এসেছে শোকের ছায়া। তার সহপাঠী বন্ধু শামছুল আলম বলেন, আমরা প্রথম যখন শুনেছি সে লিভার সিরোসিসে আক্রান্ত এবং পরিবারের কাছে এই ব্যয়বহুল চিকিৎসার সামর্থ্য নেই, তখন আমরা সবাই মিলে তাকে আর্থিক সহায়তা দিই। ক্যাম্পাসের বিভিন্ন জায়গা থেকে অর্থ সংগ্রহ করি। আমরা তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা অনেক চেষ্টা করেছি তাকে বাঁচানোর জন্য। সে খুব ভালো ছেলে ছিল, সবার সঙ্গে হাসি মুখে কথা বলতো। মৃত্যুর খবরটা শুনে আমরা শকড। আরেক বন্ধু ইয়াসিন আরাফাত বলেন, কলেজ থেকে আমরা একসঙ্গে পড়ছি। নভেম্বরের ১০ তারিখ চিকিৎসার জন্য ভারতে যাওয়ার কথা ছিল। কিন্তু কাগজপত্র প্রসেসিং এর জটিলতায় যেতে পারেনি। রিসেন্ট যাওয়ার কথা ছিল কিন্তু আরতো যাওয়াই হলো না।

এসএএস/নচ

এই বিভাগের আরও খবর
Loading...