chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মুরাদপুর থেকে বাকলিয়ায় ৩ ঘণ্টার যানজট

ksrm

নিজস্ব প্রতিবেদক: রয়েল কোচ বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষের পর নগরের মুরাদপুর থেকে বাকলিয়া থানা পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন এই রাস্তায় চলাচল করা জনসাধারণ।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে নগরের বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার ওভারপাসের শেষ প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।

এতে বাসের সম্মুখ অংশ ভেঙে যায়, দুমড়ে মুচড়ে যায় কারটি। এ সময় ৫ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে কারও পরিচয় পাওয়া যায়নি।

 

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান  বলেন, আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। কারও নাম-পরিচয় জানা যায়নি।

চখ/জেএইচ

এই বিভাগের আরও খবর
Loading...