chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

গণমানুষের কল্যাণে নিয়োজিত ছিলেন মহিউদ্দীন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক:বর্ষীয়ান রাজনীতিবিদ প্রয়াত এ বি এম মহিউদ্দীন চৌধুরীকে স্মরণ করে চসিকের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, চট্টগ্রামের মাটি ও মানুষের সাথে নিবিড় সম্পর্ক করে গণমানুষের কল্যাণে নিয়োজিত ছিলেন। অত্যাধুনিক নগরীতে রুপান্তরে শিক্ষা ও স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছেন।

বুধবার (১৫ডিসেম্বর) দুপুরে নগরীর চশমা হিলে মহিউদ্দিন চৌধুরীর কবরে শ্রদ্ধাঞ্জলি জানাতে গিয়ে মেয়র এসব কথা বলেন।
চসিকের সাবেক প্রয়াত মেয়রের আজ চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। দিনটি ঘিরে মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠন বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিনটি পালন করছে।

শ্রদ্ধা নিবেদন শেষে মেয়র বলেন, তাঁর জীবদ্দশায় সকল সেবা সংস্থার মধ্যে সমন্বয় করে সিটি করপোরেশনকে একটি স্বাবলম্বী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছেন। এই ধারাবাহিকতায় অনুরসণ করে কাজ করলে নগরবাসীর সেবার পূরণ করতে পারব।

শ্রদ্ধা নিবেদনের সময় চসিক প্যানেল মেয়র আবদুর সবুর লিটন, মো. গিয়াস উদ্দিন, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল আলম,কাউন্সিলর নজরুল ইসলাম বাহাদুর, জহরলাল হাজারী, অধ্যাপক মো. ইসমাইল, গাজী মো. শফিউল আজিম, ওয়াসিম উদ্দিন চৌধুরীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরকে/নচ

এই বিভাগের আরও খবর