chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভারতকে রুখতে পারেনি বাংলাদেশ

চট্টলা ডেস্ক: এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকি টুর্নামেন্টে ঘরের মাঠে হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৯-০ গোলে হারিয়েছে ব্রোঞ্জজয়ী হার্দিক সিংহের দল।

বুধবার (১৫ ডিসেম্বর) মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথম সুযোগ পায় বাংলাদেশ। অবশ্য পরে পুরো মাচেই একেবারেই নিষ্প্রভ ছিল তারা। প্রথম কোয়ার্টারে ৮ বার পেনাল্টি কর্নার পায় ভারত। আটটিতেই থামান গোলরক্ষক আবু নিপ্পন। এরপর আর ভারতকে রুখতে পারেননি তিনি।

ম্যাচের তৃতীয় মিনিটে পরপর দুবার পেনাল্টি কর্নার পেয়ে যায় অতিথিরা। এর মধ্যে প্রথমটি একেজনের পায়ে লেগে যায়, দ্বিতীয়টি রুখে দেন বাংলাদেশের গোলকিপার নিপ্পন।

ষষ্ঠ মিনিটে ফের পেনাল্টি কর্নার পায় ভারত। সেটি অবশ্য শুরুতে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। পরে রিভিউ নিয়ে কর্নার পায় ভারত। এবারও লক্ষ্যভেদ করতে পারেনি তারা। তাদের অপেক্ষা শেষ হয় ১২ মিনিটে। দিলপ্রিত সিংহের ফিল্ড গোলে এগিয়ে যায় ভারত।

এরপর দ্বিতীয় কোয়ার্টারে নেমে আরেক দফায় ব্যবধান বাড়ান দিলপ্রিত। ফিল্ড গোল থেকে স্কোরলাইন ২-০ করেন তিনি। দ্বিতীয় কোয়ার্টারের শেষ দিকে ভারতের হয়ে তৃতীয় গোল করেন হারমান প্রীত সিং।

তিন গোল খাওয়ার পর শুধুই হতাশা দেখেছে বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারের প্রথম মিনিটে ফের গোল হজম করে তারা। এবার স্কোরারদের তালিকায় নাম লেখান জার্মানপ্রিত। তৃতীয় কোয়ার্টারের শেষ দিকে নিজের দ্বিতীয় গোল জার্মানপ্রিত। এরপর স্কোরলাইন ৬-০ করেন দিলপ্রিত। এটি ছিল তার তৃতীয় গোল। এরপর শেষ কোয়ার্টারে আরও তিন গোল দিয়ে বিশাল ব্যবধানে জয় তুলে নেয় হার্দিক সিংহের দল।

উল্লেখ্য, নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ। আগামী ১৭ ডিসেম্বর সন্ধ্যায় হবে ম্যাচটি।

এমকে/চখ

এই বিভাগের আরও খবর