chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

প্রতারণার অভিযোগে আরজে নীরবসহ চারজনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক : ই-কমার্স সাইট কিউকমের হেড অব সেলস হুমায়ুন কবির নীরব ওরফে আরজে (রেডিও জকি) নীরবসহ চার জনের বিরুদ্ধে চেক প্রতারণার অভিযোগে মামলা হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে মামলাটি দায়ের করেন মো. ফারুক নামে এক ব্যবসায়ী।

মামলার অপর তিন আসামি হলেন– কিউকমের চেয়ারম্যান মো. আইয়ুব আলী, ব্যবস্থাপনা পরিচালক মো. রিপন মিয়া, সেলস এক্সিকিউটিভ তানভির চৌধুরী।

মামলার বিষয়ে মো. ফারুক বলেন, ই-কমার্স সাইট কিউকমের লোভনীয় বিজ্ঞাপন দেখে প্রভাবিত হয়ে তিন লাখ ৪২ হাজার টাকার পণ্যের অর্ডার দিয়েছিলাম। কিন্তু দীর্ঘ সময়েও কোনও পণ্য সরবরাহ করা হয়নি। পরে অফিসে যোগাযোগ করলে পণ্য সরবরাহ করতে না পারায় তারা চেক দেয়। কিন্তু সেই চেক নিয়ে ব্যাংকে কয়েকবার জমা দেওয়া হলেও হিসাবে টাকা না থাকায় ফেরত দেয় ব্যাংক কর্তৃপক্ষ। পরে আইনজীবীর মাধ্যমে নোটিশ দেওয়া হলেও কোনও উত্তর দেয়নি তারা।

বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ সালেহ উদ্দিন জানান, আদালত মামলাটি গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন।

এসএএস/নচ

এই বিভাগের আরও খবর