chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সাতকানিয়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের

ksrm

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড ছিটুয়াপাড়ার নির্মাণাধীন ভবনে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে ওই ভবনের ছাদে কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।

নিহত শ্রমিকের নাম মোহাম্মদ জাকির (৪২)। তিনি বাগেরহাট জেলার মডেলগঞ্জ সোনাখালী গ্রামের বাসিন্দা আকবর মুহিতের ছেলে।

তথ্যটি নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, বাড়ির ছাদে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে এক নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়ে পড়ে।

পরে তার অন্যান্য সহকর্মীরা তাকে উদ্ধার করে সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে জানালেন ওসি।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর
Loading...