chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ঘরেই মিলল ৫০ লিটার মদ-ব্যবসায়ী আটক

ksrm

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালীতে রাঘব রঞ্জন রায় নামে ৫৫ বছর বয়সী এক চোলাই মদ ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটকের সময় তার ঘর থেকেই উদ্ধার হয় ৫০ লিটার চোলাই মদ

পুলিশ জানায়, গতকাল সোমবার (১৩ ডিসেম্বর) রাত ১১টার দিকে উপজেলার পশ্চিম শাকপুরা অনুপ মেম্বারের বাড়ীর রাঘব রঞ্জনের ঘরে প্লাস্টিকের বস্তা ভর্তি এসব মদ পাওয়া যায়।

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম শাকপুরায় অভিযান চালানো হয়। এসময় রাঘব রঞ্জন দাশ (৫৫) নামের এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করি।

জিজ্ঞাসাবাদে সে জানায় তার বসতঘরে চোলাই মদ রয়েছে। তার স্বীকারোক্তি ও দেখানো মতে বসতঘরের খাটের নিচ থেকে বস্তা ভর্তি ৫০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর পর ধৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর
Loading...