chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বলিউড অভিনেত্রী কারিনার বাড়ি সিলগালা

ksrm

বিনোদনের খবর : বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান ও অমৃতা আরোরা করোনার পজিটিভি হওয়ার খবর সামনে এসেছে গতকাল সোমবার। তবে সঠিক তথ্য দিচ্ছে না কারিনা। এমন অভিযোগে সিলগালা করে দেওয়া হয়েছে তার বাড়ি।

করোনাবিধি ভেঙে একাধিক পার্টি করেছেন বেবো-অমৃতারা, এমন অভিযোগ করেছে বৃহন্মুম্বাই পৌরসভা (বিএমসি)। বিবৃতিতে জানানো হয়েছে ‘কারিনা কাপুর খানের বাড়ি সিলগালা করা হয়েছে।

উনি এখনো পর্যন্ত আমাদের সঠিক তথ্য দেননি, তবে আমাদের অফিসাররা চেষ্টা করছেন কতজন ওনার সংস্পর্শে এসেছেন সেই ব্যাপারটি নিশ্চিতভাবে জানতে।’

এ বিবৃতির পর দ্রুত ইনস্টাগ্রামে একটি বিবৃতি জারি করেন কারিনা। তিনি বলেন, ‘আমার করোনা রিপোর্ট পজিটিভি। আমি সেটা জানা মাত্রই নিজেকে আইসোলেট করে নিয়েছি এবং সব রকম নিয়মবিধি মেনে চলছি।

আমি অনুরোধ জানাচ্ছি যারা আমার সংস্পর্শে এসেছেন দয়া করে টেস্ট করিয়ে নিন। আমার পরিবার এবং স্টাফদের সবার করোনা টিকার ডবল ডোজ নেওয়া রয়েছে এবং তাদের কোভিডের কোনো উপসর্গ নেই।

নিজের শরীর নিয়ে কারিনা বলেন, ‘সৃষ্টিকর্তার দোয়ায় আমি ভালো আছি, আশা করছি খুব তাড়াতাড়ি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠব।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর
Loading...