chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পাহাড়তলীতে লোকোশেড থেকে ইঞ্জিন লাইনচ্যুত

নিজস্ব প্রতিবেদক:পাহাড়তলী লোকোশেডের টার্নিং পয়েন্টে মেরামত কাজ চলার সময় আমদানি করা রেলের একটি ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুর তিনটায় এ ঘটনা ঘটে। এতে ইঞ্জিনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন রেলওয়ের কর্মকর্তারা।

রেলওয়ে সূত্রে জানা যায়, দক্ষিণ কোরিয়া থেকে সদ্য আমদানি করা হুন্দাই রোটেম কোম্পানির (এইচআরসি) ৩০১৪ সিরিজের একটি ইঞ্জিনের মেরামত কাজ করছিলেন শ্রমিকরা। ওই সময় অসর্তকর্তাবশতটার্ন টেবিল পয়েন্টে থেকে পড়ে যায়। এই ইঞ্জিনটি ৩০০১ থেকে ৩০৩০ সিরিজের ৩০টি মিটারগেজ ইঞ্জিন। দুই প্রকল্পের আওতায় দক্ষিণ কোরিয়ার হুন্দাই রোটেম কোম্পানি থেকে ইঞ্জিনগুলো কেনা হয়েছে।

চট্টগ্রাম বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী ওয়াহিদুর রহমান বলেন, কাজ করা সময় ইঞ্জিটি টার্ন পয়েন্ট পড়ে গিয়েছিল। এরপর সেটি আবারও টার্ন পয়েন্টে আনার জন্য কাজ করা হয়।

আরকে/নচ

এই বিভাগের আরও খবর