chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফেব্রুয়ারিতে খেলতে বাংলাদেশে আসবে আফগানিস্তান

ওডিআই ও টি-টোয়েন্টি খেলবে

ক্রীড়া ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে এখন দেশটিতে অবস্থান করছে বাংলাদেশ। এরপরেই ফেব্রুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে রঙিন পোশাকের সিরিজ খেলতে আসবে আফগানিস্তান। এই সফরে তিনটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। ওয়ানডে সিরিজে অনুষ্ঠিত হতে যাওয়া তিনটি ম্যাচ আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে থাকছে।

আগামী ২০২৩ সাল পর্যন্ত নিজেদের দ্বিপাক্ষিক সিরিজের সূচি প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সেখানে দেখা গেছে বাংলাদেশের বিপক্ষে ফেব্রুয়ারি-মার্চে সিরিজ খেলতে ঢাকায় আসবে আফগানিস্তান দল।

তবে সিরিজ এই সময়ে মাঠে গড়াবে জানা গেলেও ঠিক কবে নাগাদ এই সিরিজ মাঠে গড়াবে তা এখনো নিশ্চিত করেনি আফগান ক্রিকেট বোর্ড।

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিকল্পনা অনুযায়ী আগামী ২০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করা হবে। সেক্ষেত্রে ২০ ফেব্রুয়ারির পর শুরু হতে পারে আফগানিস্তান সিরিজ, এমনটা ধারণা করা যায়।

এর আগে শেষবার ২০১৯ সালে বাংলাদেশ সফরে এসেছিল আফগানিস্তান। সেবারের সফরে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট খেলেছিল তারা। ম্যাচটি জিতে নেয় রশিদ খানের দল। এছাড়াও বাংলাদেশ ও জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলেছিল তারা।

জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর