chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মাদকের মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার মাদক মামলায় সেলিম মিয়া (২৬) নামের এক যুবককে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। অনাদায়ে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড আদেশ দেন আদালত।

সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামি হলেন- সীতাকুণ্ড থানার ভাটিয়ারী জাহানাবাদ আবুর বাপের বাড়ির নেছার আহম্মদের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৮ আগস্ট রাত পৌনে ১১টার দিকে নগরীর আকবর শাহ থানার ফয়’স লেক মাইট্যা গলির জামাল কলোনির ২৭ নম্বর রুমের সামনে থেকে একটি শপিংব্যাগসহ সেলিম মিয়াকে আটক করা হয়।

শপিংব্যাগ থেকে একটি দেশীয় একনলা বন্দুক (এলজি) ও হলুদ বর্ণের আইপিআই ২৫ হাজার পিচ ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় অস্ত্র ও মাদক আইনে অষ্টম বিজিবি ব্যাটালিয়ন চট্টগ্রাম দক্ষিণ পূর্ব আঞ্চলিক সদর দপ্তরের হাবিলদার মো. আবু তাহের সরকার বাদী হয়ে আকবর শাহ থানায় মামলা করেন।

তৎকালীন আকবর শাহ থানার এসআই ফখরুল ইসলাম মাদক মামলা তদন্ত করে ২০১৭ সালের ২২ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেন।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, মাদকের মামলায় সেলিম মিয়াকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা। অনাদায়ে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

এসএএস/আর এস

এই বিভাগের আরও খবর