chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে ৬ জনের করোনা পজিটিভ

ksrm

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এসময়ে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ছয়জন।

এ নিয়ে চট্টগ্রামে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো এক লাখ দুই হাজার ৪৬৬ জনে এবং এ পর্যন্ত মৃত্যু হয়েছে এক হাজার ৩৩১ জনের।

সোমবার (১৩ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৪৬৯ জনের নমুনা পরীক্ষায় ছয়জনের শরীরে করোনার অস্তিত্ব শনাক্ত হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক চার শতাংশ। নতুন শনাক্তদের মধ্যে চারজন নগরের, একজন পটিয়া ও একজন মিরসরাই উপজেলার বাসিন্দা।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে চারজন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে একজন ও ইপিক হেলথ কেয়ার ল্যাবে একজনের করোনা শনাক্ত হয়।

এসএএস/জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর
Loading...