chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ডেবাছড়িতে ৬ হাজার গাঁজা গাছ ধ্বংস-আটক এক

ksrm

রাঙ্গামাটি ডেস্ক : রাঙ্গামাটি জেলার কাউখালী থানাধীন ডেবাছড়ি এলাকায় র‌্যাব-৭ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চালিয়ে ৫ কোটি ২৫ লক্ষ টাকা মূল্যের ৩.৫ একর জমিতে চাষকৃত গাঁজার ক্ষেত ধ্বংস করা হয়েছে।

এসময় এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আজ রবিবার (১২ ডিসেম্বর) ভোর পৌণে ৬ টার সময় অভিযান চালানো হয়।

আটক ব্যক্তির নাম ধন্য মনি চাকমা (৪৩)। তিনি রাঙ্গামাটি জেলার কাউখালী থানাধীন ডেবাছড়ি এলাকার মৃত ঘাড়ভেঙ্গা চাকমার ছেলে।

র‌্যাব জানায়, দুর্গম পাহাড়ী এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধভাবে গাঁজা চাষ করছে গোপন তথ্য পেয়ে র‌্যাব ও সেনাবাহিনীর যৌথ আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় এক মাদক ব্যবসায়িকে গ্রেফতারের পর তার দেখানো মতে ৩.৫ একর জমিতে চাষকৃত প্রায় ৬ হাজারটি গাঁজা গাছ ধ্বংস করা হয়। ধ্বংসকৃত গাঁজার আনুমানিক সর্বমোট ওজন সাড়ে ৩শ কেজি। যার বর্তমান বাজার মূল্য ৫ কোটি ২৫ লক্ষ টাকা।

তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাবের সিনি. সহকারী পরিচালক (মিডিয়া) নিয়াজ মোহাম্মদ চপল। তিনি বলেন, গ্রেফতার মাদক ব্যবসায়িকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে রাঙ্গামাটি জেলার কাউখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য : এর আগে গত ১৫ নভেম্বর একই থানাধীন যেবাছড়ি এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৫ একর জমিতে চাষকৃত সাড়ে ৫ হাজার কেজি গাঁজা উদ্ধারসহ ১টি বড় গাঁজা ক্ষেত ধ্বংস করা হয়।

চখ/আর এস

Loading...