chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দেড় লক্ষ টাকা জরিমানা গুনল লাজফার্মা

নিজস্ব প্রতিনিধি : অধিক মূল্যে পণ্য বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণ, আমদানিকারকের স্টিকার বিহীন পণ্য বিক্রয়ের জন্য সংরক্ষণ করার অপরাধে দেড় লক্ষ টাকা জরিমানা গুনল নগরীর জিইসি মোড়ের লাজফার্মা লিমিটেড।

আজ রবিবার (১২ ডিসেম্বর) জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উদ্দ্যেগে বিশেষ তদারকিমূলক অ‌ভিযানে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যাল‌য়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ ও সহকারী প‌রিচালক নাস‌রিন আক্তার।

তাছাড়া একই দিন নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে রুহান মেডিসিন সাপ্লাই নামে অপর এক ফার্মেসীকেও একই অপরাধে সাত হাজার টাকা জরিমানা করে অধিদপ্তর।

চট্টগ্রাম মে‌ট্রোপ‌লিটন পু‌লিশের সহায়তায় এ অভিযান প‌রিচালনা করা হয়। জনস্বা‌র্থে এই কার্যক্রম অব্যাহত থাক‌বে বলে জানালেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী প‌রিচালক নাসরিন আক্তার।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর