chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

খালেদা জিয়ার বিষয়ে সিদ্ধান্ত জানতে অপেক্ষা করুন: আইনমন্ত্রী

সুচিকিৎসা ও বিদেশ প্রেরণ প্রসঙ্গ

চট্টলা ডেস্ক: অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আবেদনের বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানতে অপেক্ষায় থাকতে বললেন আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক।

রাজধানীতে রোববার (১২ ডিসেম্বর) বিচার প্রশাসন ইন্সটিটিউটের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান আইনমন্ত্রী। তিনি বলেন, একটু অপেক্ষা করুন, দেখবেন।

গত ৫ ডিসেম্বর খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে ‘আইনি উপায়’ খোঁজার কথা বলেছিলেন আইনমন্ত্রী। তারও চারদিন আগে সাংবাদিকদেও আইনমন্ত্রী জানিয়েছিলেন, খালেদা জিয়ার বিষয়ে আবেদন বিবেচনা করতে ‘নজির’ খুঁজছেন। উপমহাদেশে কোনো আদালতে এমন ‘নজির আছে কি না’ তা দেখে ‘কিছুদিনের মধ্যেই’ সিদ্ধান্ত জানাবেন।

আজ একই বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে অপেক্ষা করতে বলেন আনিসুল হক।

উল্লেখ্য, ৭৬ বছর বয়সি খালেদা জিয়া বার্ধক্যজনিত নানা সমস্যা নিয়ে গত ১৩ নভেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। পরে তার ‘পরিপাকতন্ত্রে’ রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসের কথা জানান তার চিকিৎসকরা।

এমকে/চখ

এই বিভাগের আরও খবর