chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নাইনটি নাইন ক্রিকেট টুর্নামেন্টে শেষ হাসি কুমিল্লা রাইডারসের

নিজস্ব প্রতিবেদক: দুরান্ত বোলিংয়ের পর মারমুখী ব্যাটিংয়ে নৌপুন্যে দেখিয়ে প্রথমবারের মতো নাইনটি নাইন ক্রিকেট টুনার্মেন্টের শিরোপা ঘরে তুলল কুমিল্লা নাইনটি রাইডারস। ফাইনালে নাইনটি নাইন এনবিএস ডাইনামাটাইসকে আট উইকেটে হারিয়েছে তারা।

শনিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জমকালো আতসবাজি ফুটিয়ে নগরের হালিশহর বিডিআর মাঠে শুরু হয় ফাইনাল।

কুমিল্লা নাইনটি নাইন রাইডারসের ব্যাটসম্যান হেলালের মারমুখী ব্যাটিংয়ে আট ওভার তিন বল খেলে নয় বল হাতে রেখেই এনবিএসের ডাইনামাটাইস দেওয়া ৯৬ রানের লক্ষ্যে পৌঁছে যায়। ব্যাটিং করতে নেমে প্রথমেই এনবিএসের বোলারদের ওপর চওড়া হয় কুমিল্লার রাইডাসের ব্যাটসম্যানো। উদ্বোধনী জুটিতে রাসেল ও হেলাল উড়ন্ত সূচনা এনে দেয়। প্রথম তিন ওভারেই ২ উইকেট হারিয়ে দলীয় স্কোরে যোগ করেন ৫০ রান। শেষ পর্যন্ত রাসেল ২৯ রানে অপরাজিত থাকেন। সে সুবাদে ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার জিতেন এই ওপেনার।

এর আগে টস জিতে এনবিএস ডাইনামাটাইসের অধিনায়ক রাসেল ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। তবে এদিন সুবিধা করতে পারেননি গত তিন ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হওয়া রেজাউল রাজিব। দ্বিতীয় ওভারের দলীয় ১৭ রানের মাথায় তিনি আউট হয়ে যান। তার চলে যাওয়ার পর একে একে ২৯ রানের মধ্যে চার উইকেটের চলে যায়। বিরতহীন উইকেটের পর শেষদিকে সাত উইকেটে হারিয়ে নির্ধারিত দশ ওভারে ৯৫ রান নেয়। ডাইনামাটাইসের খেলোয়াড়রা কিছু ক্যাচ মিস না করলেও ফলাফল অন্য রকম হতে পারতো।

লুসাই শিপিং নাইটি নাইনের উদ্যোগে প্রথমবারের মতো দুই দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়। গতকাল শুক্রবার (১০ ডিসেম্বর) শুরু হওয়া আয়োজনে গ্রুপ পর্যায়ে নয়টি দল অংশ নেয়। অংশ নেওয়া নাইনট্রি এজি গ্লেডিয়াটরস,নাইনটি নাইন সিলেট স্টোরস, নাইনটি নাইন সময় কিংস, নাইনটি নাইন হালিশহর লিজেন্ড, কুমিল্লা নাইনটি রাইডারস, নাইনটি নাইন সিসিএস রয়েল, নাইনটি নাইন এনবিএস ডাইনামাটাইস, নাইনটি নাইন সীতাকুণ্ড ফাইটারস, নাইনটি নাইন রোর অব খুলনা অংশ নেয়। টুর্নামেন্টে মিডিয়া পার্টনার ছিল চট্টলার খবর।

আরকে/চখ

এই বিভাগের আরও খবর