chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

শিয়াল জবাই করে ২ হাজার টাকা কেজিতে মাংস বিক্রি, আটক ১

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের হিল ভিউ আবাসিক এলাকায় প্রতি কেজি শিয়ালের মাংস দুই হাজার টাকায় বিক্রি করছিলেন বেলাল হোসেন। পরে ক্রেতা সেজে চট্টগ্রামের বন বিভাগের কর্মকর্তারা কিছু মাংসসহ তাকে আটক করেছে।

শনিবার বিকেলে নগরের বন একাডেমি-সংলগ্ন হিল ভিউ আবাসিক এলাকায় এ অভিযান চালানো হয়। বিভাগীয় বন কর্মকর্তা, ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ও চট্টগ্রাম উত্তর বন বিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য বলেন, গত শুক্রবার রাতে বন একাডেমি-সংলগ্ন বন থেকে কয়েক ব্যক্তি শিয়ালটি ধরেন। পরে রাতেই শিয়ালটিকে বেলালের দোকানে জবাই করেন তারা। সকাল থেকে শিয়ালের মাংস বিক্রি করার সময় বেলালকে হাতেনাতে আটক করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ চট্টগ্রাম অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বন একাডেমির পাহাড়ে অনেক শিয়াল রয়েছে। বেলালসহ অন্যরা সেসব শিয়াল ধরে বিক্রি করছিলেন। শিয়ালের মাংস খেলে রোগ ভালো হয় বলে অনেক মানুষ মনে করেন।

এসএএস/জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর