chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পাকিস্তান সফরে করোনা আক্রান্ত ক্যারিবীয় ৩ ক্রিকেটার

ksrm

ক্রীড়া ডেস্ক: সীমিত ওভারের সিরিজ খেলতে পাকিস্তান সফরে গিয়ে শুরুতেই বড় ধাক্কা খেলো ওয়েস্ট ইন্ডিজ। শনিবার ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছে, করোনা পরীক্ষায় তিন ক্রিকেটার এবং একজন টিম স্টাফ পজিটিভ হয়েছেন।

করোনাভাইরাসে আক্রান্ত তিন ক্রিকেটার হলেন- বাঁহাতি পেসার শেলডন কটরেল, অলরাউন্ডার রোস্টন চেস, ব্যাটসম্যান কাইল মেয়ার্স। বাকি একজন দলের স্টাফ।

অথচ এই চারজনের সবাই টিকার পূর্ণ ডোজ সম্পন্ন করেছেন এবং তাদের মধ্যে করোনার কোনো উপসর্গ প্রকাশ পায়নি। বর্তমানে তাদের আইসোলেশনে রাখা হয়েছে। ১০ দিন পিসিআর টেস্টে নেগেটিভ ফল আসা সাপেক্ষে দলের সঙ্গে যোগ দিতে পারবেন তারা।

কট্রেল, চেজ আর মায়ার্স তিনজনই পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দলে আছেন। সিরিজটি শুরু হবে সোমবার থেকে। চেজ আবার আছেন ওয়ানডে সিরিজেও। তিন ম্যাচের যে সিরিজটি ১৮ ডিসেম্বর থেকে মাঠে গড়ানোর কথা রয়েছে।

জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর
Loading...