chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

চট্টলা ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবার আয়োজনে চট্টগ্রামে ৪ দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

কর্ণফুলী উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার (১১ ডিসেম্বর) প্রধান অতিথি এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর।জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান। পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সব্যসাচী নাথের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী, কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার শাহিনা সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) শিরীণ আকতার।

এ সময় উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল চন্দ্র নাথ, সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া, স্বাস্থ্য শিক্ষাবিদ প্রবীর মিত্র, স্বাস্থ্য পরিদর্শক অলক দাশগুপ্ত প্রমুখ।

উল্লেখ্য, আজ শুরু এ ক্যাম্পেইন চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। যেখানে ১৫ উপজেলার ২০০ ইউনিয়নের ৬০০ ওয়ার্ডে এ কার্যক্রম চালানো হবে। এতে ৬ থেকে ১১ মাস বছর বয়সী ৯০ হাজার ১৯০ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বছর বয়সী ৭ হাজার ৪ হাজার ৮৮২ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুুল খাওয়ানো হবে।

এমকে/চখ

এই বিভাগের আরও খবর