chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

৬ ইউপিতে চেয়ারম্যান পদে লড়াই হবে ৩০ প্রার্থীর

চন্দনাইশ ইউপি নির্বাচন

নিজস্ব প্রতিনিধি : পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে চট্টগ্রাম চন্দনাইশে বিনা প্রতিদ্ধন্দ্বিতায় বিজয়ী হওয়ার পথে ১ চেয়ারম্যান প্রার্থী। অপর ৬ ইউপিতে চেয়ারম্যান পদে ভোটযুদ্ধের লড়াইয়ে মনোনয়ন ফরম নিয়েছেন ৩০ প্রার্থী।

তাছাড়া ৭ ইউপিতে মোট ৩০৪ জন প্রার্থী সদস্য পদে নির্বােনে অংশ নিচ্ছেন। এরমধ্যে সাধারণ সদস্য পদে ২৪৩জন ও মহিলা সংরক্ষিত পদে ৬১জন প্রার্থী মনোনয়ন ফরম জমা প্রদান করেছেন।

জানা গেছে,উপজেলার জোয়ারা ইউনিয়নের চেয়ারম্যান পদে কোন প্রতিদ্বন্দ্বিতা না থাকায় বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগের দলীয় মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম রোকন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ার পথে রয়েছেন।

এ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর ভোট না হলেও ২৩ জন প্রার্থী ইউপি সদস্য পদে এবং ৯ জন প্রার্থী সংরক্ষিত মহিলা পদে প্রতিদ্বন্ধিতা করছেন।

উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন। এর মধ্যে নৌকার মনোনীত প্রার্থী এড. আবু ছালেহ, স্বতন্ত্র প্রার্থী আবদুর শুক্কুর, মফিজুর রহমান। ইউপি সদস্য পদে ৫৪জন। সংরক্ষিত মহিলা পদে লড়াই করবেন ১০জন।

বরকল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন। এর মধ্যে নৌকার মনোনীত প্রার্থী ফেরদৌস খান, স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান, আবদুল আলীম, নাসির উদ্দীন, আবদুর রহীম, আরফাত, রশীদ আহমদ হিরু। ইউপি সদস্য পদে ৩৭জন। সংরক্ষিত মহিলা পদে ০৮জন।

বরমা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪জন। এর মধ্যে নৌকার মনোনীত প্রার্থী নুরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী খোরশেদ আলম টিটু, জাবেদ মোঃ গাউস মিল্টন, জয়নাল আবেদীন। ইউপি সদস্য পদে ৪৫জন। সংরক্ষিত মহিলা পদে ০৭জন।

বৈলতলী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন। এর মধ্যে নৌকার মনোনীত প্রার্থী এসএম সায়েম, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান আনোয়ার মোস্তফা দুলাল, মঈনু উদ্দীন, মোঃ মাহাবুব আলম। ইউপি সদস্য পদে ৩১জন। সংরক্ষিত মহিলা পদে ০৯ জন।

হাশিমপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ জন। এর মধ্যে নৌকার মনোনীত প্রার্থী খোরশেদ বিন ইছহাক, স্বতন্ত্র প্রার্থী আমির মোঃ সাইফুউদ্দীন, আলমগীরুল ইসলাম, বদিউল আলম, মোজাম্মেল, খোরশেদ আলম, জসীম উদ্দীন, চৌধুরী আমির মোঃ খসরু। ইউপি সদস্য পদে ৩১জন। সংরক্ষিত মহিলা পদে ০৯জন।

ধোপাছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন। এর মধ্যে নৌকার মনোনীত প্রার্থী আবদুল আলীম, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মোরশেদুল আলম, মোঃ আবু ইউছুপ। ইউপি সদস্য পদে ২২জন। সংরক্ষিত মহিলা পদে ০৯জন।

পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে ৫ জানুয়ারী অনুষ্ঠিতব্য নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষদিন ছিল ৯ ডিসেম্বর। এদিন ৭ ইউনিয়নের চেয়ারম্যান পদে ৩০জন ও সাধারণ সদস্য পদে ২৪৩ জন ও মহিলা সংরক্ষিত পদে ৬১জন প্রার্থী মনোনয়ন ফরম জমা প্রদান করেছেন।

আওয়ামীলীগের দলীয় চেয়ারম্যান প্রার্থীদের সাথে মনোনয়ন ফরম জমাকালে উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমদ জুনুসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

এছাড়াও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সদস্য প্রার্থীরাও তাদের সমর্থকদের নিয়ে উপজেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়ন ফরম জমা প্রদান করেছেন।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর