chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মেক্সিকোয় সড়ক দুর্ঘটনায় নিহত অর্ধশত

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় সিয়াপাস প্রদেশে শরণার্থীবোঝাই ট্রেইলারের ওপর ট্রাক উঠে যাওয়ার পর মৃতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও অর্ধশতাধিক।

এর আগে, শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে ৪৯ জনের মৃত্যুর খবর জানিয়েছিল বিবিসি।

স্থানীয় ফায়ার সার্ভিসের প্রধান বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, হতাহতদের মধ্যে শিশু, নারী, পুরুষ ছিলেন। তাদের অধিকাংশই হন্ডুরাস থেকে আসা শরণার্থী।

প্রতি বছরই গুয়াতেমালার সীমান্ত সংলগ্ন সিয়াপাসের রাজধানী শহরের ওই রুট ব্যবহার করে সেন্ট্রাল আমেরিকার বিভিন্ন দেশ থেকে হাজার হাজার শরণার্থী মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর উদ্দেশ্যে যাত্রা করে। মূলতঃ দারিদ্র্য এবং সহিংসতার কারণে বাস্তুচ্যুতরা দালালদের অতিরিক্ত অর্থ দিয়ে অবৈধভাবে জনাকীর্ণ যানবাহনে জীবনের ঝুঁকি নিয়ে নিরাপদ গন্তব্যে পৌঁছতে চায়। তাদেরই একটি দল এবার সড়ক দুর্ঘটনার মুখে পড়ল।

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ এক টুইটার বার্তায় ওই সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনাকে গভীর বেদনাদায়ক বলে উল্লেখ করেছেন।

জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর