chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চার নারীকে ধর্ষণ: ৫ ডাকাতের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ডাকাতি করতে গিয়ে একই পরিবারের চার নারীকে ধর্ষণের ঘটনায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া এক আসামিকে খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মো. মঈন উদ্দীন এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দণ্ড প্রাপ্তরা হলেন, মিজান মাতব্বর প্রকাশ শহিদুল ইসলাম (৪৫), আবু সামা (৩৭), মহিদুল ইসলাম মুন্সি প্রকাশ রুবেল (৩১), জহিরুল ইসলাম প্রকাশ জহিরুল হাওলাদার (২৪) ও ইলিয়াছ শেখ প্রকাশ সুমন (৩৬)। এরমধ্যে ইলিয়াছ শেখ পলাতক রয়েছেন।
রায়ে ডাকাতির দায়ে অভিযুক্ত পাঁচ আসামিকে যাবজ্জীবন ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের কারাদণ্ডও দিয়েছে আদালত। পাশাপাশি  ধর্ষণের দায়ে যাবজ্জীবন ও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেটে নজরুল ইসলাম সেন্টু জানান, শুনানি শেষে আদালত পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও একজনকে খালাস দিয়েছেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ১২ ডিসেম্বর রাতে কর্ণফুলী উপজেলার বড় উঠান ইউনিয়নে এক প্রবাসীর বাড়িতে একদল ডাকাত ঢুকে পড়ে। ওই সময় ডাকাতরা পরিবারের চার নারীকে ধর্ষণের পর মালামাল নিয়ে যায়। এক পর্যায়ে পিবিআই মামলাটি তদন্ত করে। মামলায় ২২ জনের সাক্ষগ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন।

আরকে/এমকে/চখ

এই বিভাগের আরও খবর