chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনা ভ্যাকসিনের মিশ্র ডোজ অনুমোদন দিল ইউরোপ 

আন্তর্জাতিক ডেস্ক: দুই বা ততোধিক করোনা ভ্যাকসিনের মিশ্রণকে নিয়মিত বা বুস্টার ডোজ হিসেবে ব্যবহারের অনুমোদন দিয়েছে ইউরোপীয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ)।

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ মোকাবিলায় ইউরোপে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ।

এদিকে, অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত ভাইরাল ভেক্টর ভ্যাকসিনের সঙ্গে ফাইজারের উদ্ভাবিত এমআরএনএ ভ্যাকসিনের মিশ্রণ শরীরে নিলে কোভিড-১৯ মোকাবিলায় উচ্চ ক্ষমতা সম্পন্ন অ্যান্টিবডি, টি সেল, রোগ প্রতিরোধ ব্যবস্থা তৈরি হয়, এক গবেষণা থেকে দেখেছে ইউরোপের শীর্ষ মেডিসিন এজেন্সি এবং ইউরোপীয়ান সেন্টার ফর ডিজিস প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল।

এর আগে, করোনা ভ্যাকসিনের মিশ্রণ কয়েকটি দেশে ব্যবহার করা হয়েছে। তার মধ্যে যুক্তরাজ্যের বুস্টার প্রোগ্রাম অন্যতম।

করোনা ভ্যাকসিনের মিশ্র ডোজ অনুমোদনের ব্যাপারে ইএমএ’র পক্ষ থেকে বলা হয়েছে, এক ভ্যাকসিন শরীরে নেওয়ার চেয়ে মিশ্র ডোজ নিলে করোনা থেকে আরও কার্যকর সুরক্ষা নিশ্চিত হবে।

তবে, অপেক্ষাকৃত কম রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্নদের ক্ষেত্রে এই মিশ্র ডোজ কতখানি কার্যকারিতা দেখাতে পারে সে ব্যাপারে গবেষণা প্রয়োজন বলেও জানিয়েছে ইএমএ।

জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর