chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাঘ হাট‌ছে পুকুর পা‌ড়ে!

নিজস্ব প্র‌তি‌নি‌ধি : মোহাম্মদ শ‌রিফুল্লাহ। তি‌নি চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠানালা ইউ‌নিয়‌নের সু‌ফিয়া উত্তর মুরাদপুর খ‌লিলুর রহমান মৌলভী বা‌ড়ির বা‌সিন্দা।

সোমবার সন্ধ্যা সা‌ড়ে ৭টার দি‌কে তি‌নি নিজ ঘ‌রে অবস্থান কর‌ছি‌লেন। তা‌দের রান্না ঘ‌রের পেছ‌নেই পুকুর পাড়। রান্না ঘ‌রে পা‌রিবা‌রিক কাজ করতে গিয়ে জানালা দি‌য়ে পুকুর পা‌ড়ে নজর পড়‌তেই তার চোখ কপা‌লে।

এ‌কি! এ যে একটা বাঘ হাট‌ছে পুকুর পা‌ড়ে। তি‌নি বা‌ঘের চলাচল দেখ‌তে পে‌লেও বাঘ তা‌কে দেখ‌তে পায়‌নি। তাই পালা‌নোর বা আক্রমন করারও কোন চেষ্টা ক‌রে‌নি বাঘ।

হা‌তে সময় পে‌য়ে নি‌জের মোবাই‌লে দু‌টি ছ‌বি তোলার সুযোগ পান সাইফুল্লাহ। ছ‌বি‌তে দেখা যায় উচ্চতায় প্রায় ৩‌ফিট, ৭ থে‌কে সা‌ড়ে ৭ ফিট লম্বা চোখ জ্বল জ্বল কর‌ছে।

সোমবার (৬ ন‌ভেম্বর) সন্ধ্যা সা‌ড়ে ৭টায় মিঠানালা ইউ‌নিয়‌নের বানাত‌লি এলাকায় বা‌ঘের আনাঘোনা চো‌খে প‌ড়ে স্থানীয়‌দের। বা‌ঘের ছ‌বি তু‌লে সামা‌জিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ ক‌রে‌ছেন অ‌নে‌কে।

জঙ্গ‌লের বাঘ কি ক‌রে লোকাল‌য়ে এলো? এ চিন্তায় ঘুম হারাম মিরসরাই বানাত‌লি গ্রামবাসীর।

প্রথম প্রত্যক্ষদর্শী সাইফুল্লাহ জানান, ইতিপূর্বেও মলিয়াইশ, বানাতলি, বামনসুন্দর চর সংলগ্ন এলাকায় বিভিন্ন সময় বাঘের আনাগোনা পরিলক্ষিত হয়েছে।

এমন বাঘ অ‌নে‌কেই দে‌খে‌ছেন ব‌লে খবর পে‌য়ে‌ছি। আজ নিজ চো‌খে দ্লোম। বাঘ এখ‌নো কোন মানুষ‌কে আক্রমন না কর‌লেও অ‌নে‌কের হাস, মুর‌গি হা‌রি‌য়ে যাওয়ার কারন হ‌তে পা‌রে।

উপ‌জেলা রেঞ্জ কর্মকর্তা এরফান উ‌দ্দিন‌কে বা‌ঘের ছ‌বি দেখা‌লে তি‌নি জানান, এ‌টি বড় আকৃ‌তির মে‌ছো বাঘ হ‌তে পা‌রে। ছ‌বিতে পু‌রোপু‌রি বুঝা যা‌চ্ছেনা। ত‌বে মে‌ছো বাঘ হওয়ার সম্ভাবনাই বে‌শি।

তিনি জানান, খাবা‌রের সন্ধানে লোকাল‌য়ে এ‌সে‌ছে। এরা সাধারনত মানুষ‌কে আক্রমন ক‌রেনা। মানু‌ষের উপ‌স্থি‌তি টের পে‌লে দ্রুত পা‌লি‌য়ে যে‌তে চেষ্টা ক‌রে।

তাই স্থা‌নীয়‌দের অনু‌রোধ কর‌বো আত‌ঙ্কিত না হ‌য়ে বাঘ‌টি‌কে লোকালয় থে‌কে নিরাপ‌দে জঙ্গ‌লে ফি‌রে যে‌তে সহ‌যোগীতা কর‌তে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর