chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভাইরাল সেই ‘কাঁচা বাদাম’ গানের হিন্দি ভার্সন আনছেন হিরো

ksrm

বিনোদন ডেস্ক : সাম্প্রতিক সময়ে ভাইরাল হওয়া সেই ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম‘ গানটি এবার গেয়ে শোনাবেন বাংলার আরেক ভাইরাল অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম।

শত সমালোচনাতেও যিনি নিজের মতো করে নিজের কাজ করে যান। আলোচনার জন্ম দেন। ফের আলোচনার কেন্দ্রবিন্দু হতে চান হিরো।

আর তাই এবার ভারতের বীরভূমের ভুবন বাদ্যকরের লেখা, সুর ও গাওয়া সেই ভাইরাল হওয়া বাদাম বাদাম গানটির হিন্দি ভার্সন আনছেন তিনি।

বর্তমানে ফেসবুক, ইউটিউব, টুইটার ইনস্টাগ্রাম সব জায়গায় ব্যাপক সমাদৃত হয়েছে বাদাম বাদাম গানটি। এবার সেই ভাইরাল হওয়া ‘কাঁচা বাদাম’ গানে কণ্ঠ দিলেন হিরো আলম।

এ গান গাওয়া প্রসঙ্গে তিনি বলেন, আমাকে সবাই অনুরোধ করছে তাই আমি একটু বিনোদন দেওয়ার জন্য অন্যরকমভাবে হিন্দিতে ‘কাঁচা বাদাম’ গানটা গেয়েছি। এখন মিউজিক ভিডিওর কাজ করছি।

মঙ্গলবার দুপুরের মধ্যে আশা করছি গানটি রিলিজ দিতে পারব। হিরো আলম অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখা যাবে এটি।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর
Loading...