chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বঙ্গোপসাগরে ভাসমান ১৩ জেলে উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি: মাছ ধরার নৌকার ইঞ্জিন বিকল হয়ে পাঁচ দিন ধরে বঙ্গোপসাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

রোববার (৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের ১৫ কিমি পূর্বদিক থেকে তাদের উদ্ধার করে ভাসানচরে নিয়ে আসা হয়।

জানা গেছে, গত ১ ডিসেম্বর ১৩ জেলেসহ একটি ফিশিং বোট বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। এ সময় আকস্মিকভাবে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এর পর থেকে তারা সমুদ্রেই ভাসছিলেন। খবর পেয়ে ভাসানচর আশ্রয়ণকেন্দ্রের কোস্টগার্ডের একটি দল জেলেদের উদ্ধার করে।

ভাসানচর কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা মো. শাওন বলেন, উদ্ধার করা জেলেরা এখন সুস্থ আছেন। তাদের প্রাথমিক চিকিৎসা ও খাবার দেওয়া হয়েছে।

জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর