chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

লঞ্চেও হাফ ভাড়ার দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

চট্টলা ডেস্ক: বাসের পর এবার লঞ্চেও অর্ধেক ভাড়া দাবি করেছে বরিশালের শিক্ষার্থীরা। এই দাবি পূরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।

রোববার সকালে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে নগরীর সদর রোডে আয়োজিত এ সয় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন তারা।

সমাবেশে বক্তব্য দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুজয় শুভ, বিএম কলেজের শিক্ষার্থী কিশোর চন্দ্র বালা, প্রদীপ কুমার দাস রাহুল ও বরিশাল কলেজের ছাত্র রিফাত প্রমুখ।
বক্তারা বলেন, ডিজেল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে সব গণপরিবহণের ভাড়া বেড়েছে। ভাড়া বেড়ে যাওয়ায় শিক্ষার্থীদের শিক্ষা ব্যয়ও বৃদ্ধি পেয়েছে। তাই নৌযানসহ সব গণপরিবহণে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া নিশ্চিত করতে হবে।
এ সময় নৌ-বন্দরে প্রবেশে ঘাট টিকিট মওকুফ ও নিরাপদ সড়ক বাস্তবায়নের দাবিও জানান বক্তারা। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন তারা।

এমকে/চখ

এই বিভাগের আরও খবর