বাঁশখালীতে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক:চট্টগ্রামের বাঁশখালীতে গ্রেফতারি গ্রেফতারি পরোয়নাভুক্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যা ব) সদস্যরা।
রোববার (৫ ডিসেম্বর) দুপুরে বৈলছড়ি এলাকা থেকেশামসুল ইসলামকে (৫০) গ্রেফতার করা হয়। গ্রেফতার শামসুল মৃত দুলা মিয়ার ছেলে।
র্যা ব-৭ এর সহকারি জ্যেষ্ঠ পরিচালক (গণমাধ্যম) নিয়াজ মোহাম্মদ চপল গণমাধ্যমকে এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শামসুলের অবস্থান নিশ্চিতের পর র্যা বের একটি টিম ঘটনান্থলে অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে পলাতক বলে জানিয়েছে।
তার বিরুদ্ধে বাঁশখালী থানায় ২০ টি মামলা রয়েছে বলে জানান র্যা বের এই কর্মকর্তা।
আরকে/নচ