chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রোহিঙ্গা ক্যাম্পে ‘কনেপক্ষের হামলায়’ বরের চাচা নিহত 

আটক ২

চট্টলা ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বিয়ে বাড়িতে ‘কনেপক্ষের হামলায়’ বরেরে এক চাচা নিহত হয়েছেন। এ ঘটনায় কনের দুই চাচাতো ভাইকে আটক করেছে পুলিশ।

শনিবার (৫ ডিসেম্বর) রাত ৮ টার দিকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।  নিহত সেই চাচার নাম মো. বেলাল হোসেন(৪০)। আটক দুজন হলেন- আনোয়ার সাদেক ও হারেসুর রহমান।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন জানান, ক্যাম্পের মো. ইদ্রিসের সঙ্গে একই ব্লকের ১৬ বছরের এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। চার দিন আগে মেয়েটি ইদ্রিসের বাসায় চলে যায়। সেখানে বরের পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। তবে মেয়ের বাড়ির লোকজন এ বিয়ে মেনে নেয়নি।

শনিবার রাত ৮টার দিকে বরের পরিবার বিয়ের অনুষ্ঠান আয়োজন করলে কনেপক্ষ এসে হামলা চালায়। এতে বরের চাচা মো. বেলালের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত হয় দুইপক্ষের আটজন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, বেলালের মরদেহ উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে ময়নাতদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এসএএস/জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর