chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাঙ্গুনিয়ায় পুলিশ-সেনাবাহিনীর গাড়ির সংঘর্ষ

সেনা সদস্য আহত

নিজস্ব প্রতিবেদক : রাঙ্গুনিয়া থানার চন্দ্রঘোনা লিচু বাগান এলাকায় পুলিশের সাড়ির সাথে সেনাবাহিনীল গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক সেনা সদস্য আহত হয়েছেন।

আজ রবিবার সকাল সাড়ে ৭ টার দিকে রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটালেল সামনে এই দুর্ঘটনা ঘটে।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিল্কি বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ৭টার দিকে আমার গাড়িটি ফুয়েল নিতে যাওয়ার সময় চন্দ্রঘোনা লিচু বাগান এলাকায় আসলে সেনাবাহিনীর একটি গাড়ি আমাদের গাড়িকে মেরে দেয়। এসময় সেনাবাহিনীর গাড়িটিকে একটি সিএনজি অটোরিক্সা ওভারটেক করেছিল। তখন সেনাবাহিনীর গাড়িটি আর নিয়ন্ত্রণে রাখতে পারেনি। এই ঘটনায় আনোয়ার নামে সেনাবাহিনীর এক সার্জেন্ট আহত হয়েছেন।

এসএএস/জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর